Nadia

Mar 19 2023, 19:45

নদীয়ার মায়াপুর ইসকন মন্দির দর্শন করতে এলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব


নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে আসলেন সমাজবাদি পার্টির নেতা অখিলেশ যাদব । আজ মায়াপুর ইসকনে তাকে স্বাগত জানান ইসকন কর্তৃপক্ষ । সেখানে এসে প্রথমে তিনি কোচ বিল্ডি বিশ্রাম নিয়ে পরে চন্দ্রোদয় মন্দিরে পুজা দেন এবং টি ও ভি পি মন্দির দর্শন করেন ।

আজ এই মন্দিরে এসে তিনি কোনো রাজনৈতিক কথা না বললেও তিনি বলেন আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম পশ্চিমবঙ্গে আসলেই মায়াপুর ইসকন দর্শন করবেন , তাই এখানে দর্শন করতে আসলাম খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে । এই মন্দিরে ভক্তদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে । এত বড়ো মন্দির খুবই ভালো লাগছে এখানে এসে । যদিও গো মাতার পুজার ব্যবস্থা ইসকনের পক্ষ থেকে করা থাকলেও বৃষ্টির কারনে সেই গো পুজা সম্ভব হয়নি ।

Nadia

Mar 18 2023, 19:26

পঞ্চায়েত নির্বাচনের আগে নদীয়ার পলাশিপাড়ায় ১৪টি তাজা সকেট বোমা নিস্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল স্কোয়াড


নদীয়া:পলাশিপড়া থানার ধাওয়াপাড়া মাঠে খেজুর বাগানে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল ছড়ালো এলাকায়। এদিন ওই এলাকার একটি খেজুর বাগানে খড়ের গাদার পাশে একটি বোমা ভর্তি প্লাস্টিকের ড্রাম মাটিতে পোঁতা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশিপাড়া থানার পুলিস। এর পাশাপাশি বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। তাঁরা এসে ড্রাম থেকে ১৪টি তাজা সকেট বোমা উদ্ধার করে। বিস্ফোরণ ঘটিয়ে বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়। উল্লেখ্য কিছুদিন আগেই ওই এলাকাতেই বোমাবাজির ঘটনায় দুজন আহত হন।

এছাড়াও পলাশিপাড়া লাগোয়া কালীগঞ্জের মোলান্দিতে কিছুদিন আগেই পুলিসকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। এরপরই ওই এলাকা থেকে দু দফায় বোমা উদ্ধার হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে বারংবার বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Nadia

Mar 18 2023, 16:20

নদীয়ার রানাঘাট উপ- সংশোধনাগারে বিচারাধীন বন্দীর মৃত্যু


রানাঘাট উপ সংশোধনাগারে এক এক বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু হলো। মৃত ব্যক্তির নাম জয়দেব বর্মন বয়স ৬০ বছর। জয়দেব বর্মনের বাড়ি তাহেরপুর থানার জামাল ডাঙ্গায়। জেল সূত্রে খবর আজ সকালের দিকে জয়দেব বর্মন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

এরপর তড়িঘড়ি তাকে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে, মৃতদেহ ময়না তদন্ত পাঠানো হয়েছে। বিচারাধীন বন্দি জয়দেব বর্মন প্রায় পাঁচ বছর ধরে ডাকাতি মামলায় জেল খাটছেন। এই ঘটনায় জয়দেব বর্মনের বাড়ির লোকেরা শোকে ভেঙে পড়েছেন।

Nadia

Mar 17 2023, 19:27

১০০দিনের প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ নদিয়ার নাকাসিপাড়ার বিল কুমারী পঞ্চায়েতে


নদীয়া:১০০ দিনের প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে নদিয়ার নাকাসিপাড়া থানার বিল কুমারী পঞ্চায়েত এলাকায়।এমনই অভিযোগের ভিত্তিতে শুক্রবার নাকাসিপাড়া বিলকুমারী পঞ্চায়েত এলাকার

১০০ দিনের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে। প্রসঙ্গত ১০০দিনের কাজের প্রকল্পে রাস্তা তৈরি থেকে পুকুর খনন সমস্ত কাজ নিয়েই বিলকুমারী পঞ্চায়েত এর প্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। অভিযোগ, খাতায় কলমে কোথাও রাস্তা তো আবার কোথাও পুকুর খনন করার কথা বলা হলেও আদেও সেই কাজ বাস্তবায়ন হয়নি। আর এর পরই সু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় দল গোটা বিষয়টি পরিদর্শনে আসেন। এদিন কেন্দ্রীয় দল পঞ্চায়েতের বিভিন্ন কাজের খতিয়ান দেখার পাশাপাশি অভিযোগকারীর সাথেও কথা বলেন।

আর শুক্রবারের এই কেন্দ্রীয় দলের বিল কুমারী পঞ্চায়েত এর ১০০দিনের কাজের খতিয়ান দেখতে আশাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসক দল তৃণমূলের দাবি ১০০দিনের বকেয়া টাকা না মিটিয়ে লোক দেখানো রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে বিজেপির দাবি কোনো কাজ না করেই ১০০ দিনের প্রকল্পের কোটি কোটি টাকা চুরি করেছে শাসক দলের নেতারা। এর উপযুক্ত তদন্ত অবশ্যই করা উচিত।

Nadia

Mar 17 2023, 19:22

ফের কুমিরের আতঙ্ক শান্তিপুরের ভাগীরথী নদীতে


নদীয়া: ফের মৎস্যজীবীদের নজরে এলো কুমির। নদীয়ার শান্তিপুর ফুলিয়া মালিপোতা ঘাট সংলগ্ন এলাকায় মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে হঠাৎই মৎস্যজীবীরা দেখতে পান কুমির। জাল ফেলে পালিয়ে আসেন মৎস্যজীবীরা। জানা যায় এদিন বিকেলে মৎস্যজীবীরা জাল ফেলতে গিয়েছিলেন ভাগীরথীতে তখনই তাদের নজরে আসে কুমির। যার ফলে আতঙ্কে গতকাল রাতে অনেকেই যায়নি মাছ ধরতে।

মৎস্যজীবীদের দাবি গত বছর এই সময়ে ভাগীরথীর পার্শ্ববর্তী এলাকাতে দেখা গিয়েছে কুমির। ফের নজরে আশায় আতঙ্কে রয়েছেন মৎস্যজীবীরা। গতকাল আমরাই প্রথম রিপাবলিক বাংলায় এই খবর দেখায়। তারপর আজ খবর দেওয়া হয় বনদপ্তরকে, খবর পেয়ে ঘটনা চলে আসে বাহাদুরপুর পলাশগাছি বিট এর বনদপ্তরের কর্মীরা। তারা নৌকায় করে বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন।

Nadia

Mar 17 2023, 19:20

ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়ার আগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার


নদীয়া: কৃষ্ণনগরে ৬০ কিলো গাজা সহ গ্রেফতার গাড়ি চালক। কৃষ্ণনগর কোতোয়ালি থানার রোড স্টেশন থেকে একটি চারচাকা গাড়ির সিটের তলায় করে পাচার হওয়া গাজা উদ্ধার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আজ হানাদার পুলিশ।

চারচাকা গাড়িটি তল্লাশি চালানো মাত্রই চালক পালিয়ে যাওয়ার সময় একটি ডোবায় গিয়ে পড়ে। এরপরই গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনে সিটের তলায় বেশ কয়েকটি প্যাকেটে প্রায় ৬০ কেজি গাজা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর উড়িষ্যা থেকে নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া হয়ে বাংলাদেশে পাচার হবার আগেই গাজা উদ্ধার করে পুলিশ।

Nadia

Mar 17 2023, 14:55

চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতের মৃত্যুর অভিযোগে উত্তেজনা তেহট্ট মহকুমা হাসপাতালে


নদীয়া:চিকিৎসার গাফিলতিতে এক সদ্যজাতের মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো তেহট্ট মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে প্রসব যন্ত্রনা নিয়ে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন তেহট্টের অভয়নগরের বাসিন্দা রেখা বিবি। অভিযোগ ভর্তি নেওয়ায় পর নার্সরা সেলাইন, ইঞ্জেকশন দিলেও কোনো চিকিৎসক তাকে দেখেনি।

ইতিমধ্যেই বেডেই ওই মহিলা সন্তান প্রসব করেন। কিন্তু চিকিৎসকরা না দেখায় সদ্যজাতের মৃত্যু হয়। পরিবারের লোকজন বিষটি জানতে পারার পর শুক্রবার সকালে হাসপাতালে চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। কর্তব্যরত চিকিৎসকের শাস্তির দাবি জানান তারা। তেহট্ট থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Nadia

Mar 16 2023, 17:09

বিকেল হতেই বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি নদিয়ায়


নদীয়া: মৌসম ভবনের আশ্বাস সত্যি হল নদীয়ায়।আজ বিকেল হতেই কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ তার সঙ্গে বেশ কয়েক পসলা বৃষ্টি হল নদীয়ার বিভিন্ন এলাকায়। এদিন বিকেল থেকেই হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো নদীয়ার বেথুয়া ডহরিতেও।

Nadia

Mar 16 2023, 15:48

ফের কুমির আতঙ্ক, নদীতে মাছ ধরতে যাচ্ছে না মৎস্যজীবীরা


নদীয়া: ফের মৎস্যজীবীদের নজরে এলো কুমির। নদীয়ার শান্তিপুর ফুলিয়া মালিপোতা ঘাট সংলগ্ন এলাকায় মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে হঠাৎই মৎস্যজীবীরা দেখতে পান কুমির। জাল ফেলে পালিয়ে আসেন মৎস্যজীবীরা। 

জানা যায় গতকাল বিকেলে এবং আজকের সকালে মৎস্যজীবীরা জাল ফেলতে গিয়েছিলেন ভাগীরথীতে। তখনই তাদের নজরে আসে কুমিরটি। যার ফলে আতঙ্ক তৈরি হয়। গতকাল রাতে অনেকেই যায়নি মাছ ধরতে। আজ সকালে আবার মাছ ধরতে গেলে একই রকম ভাবে কুমিরের দেখা পান তারা। 

মৎস্যজীবীদের দাবি গত বছর এই সময়ে ভাগীরথীর পার্শ্ববর্তী এলাকাতে দেখা গিয়েছে কুমির। ফের নজরে আশায় আতঙ্কে রয়েছেন মৎস্যজীবীরা। তবে এই ঘটনায় খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে।

Nadia

Mar 16 2023, 15:46

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হল ছাত্র


নদীয়া:উচ্চমাধ্যমিক পরিক্ষা দেবার সময় হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পরে এক পরিক্ষার্থী । ঘটনাটি ঘটে নদিয়ার নবদ্বীপের হিন্দু স্কুলে ।ছাত্রটির নাম ইমন বনিক । জানা যায় ঐ পরিক্ষার্থী নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ।সেই ছাত্রের উচ্চ মাধ্যমিক পরিক্ষার সিট পরে নবদ্বীপেরই হিন্দু স্কুলে । আর সেখানেই আজ পরিক্ষা দেবার সময় হঠাৎ পরিক্ষাথী অসুস্থ হয়ে পরে । 

তবে স্কুল কর্তৃপক্ষ হাসপাতালে খবর দিলে তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই ঐ পরিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায় ।